মা আমার মা

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

মা আমার মা,
তুমি আমার সাত রাজার ধন কেউতো জানে না!
গর্ভে নিয়ে আমায় তুমি, কত যাতনা সয়েছ
ভূমিষ্ঠের পর আমায় দেখে, অশ্রু মুছেছ।
শিশুকালে ছিলাম তোমার আমি লক্ষ্মীসোনা
শত কষ্টেও করেছ পূরণ, আমার যত বায়না।
রৌদ্র তাপে আমার গায়ে, ঝরেছে যখন ঘাম
তোমার আঁচলের স্পর্শে মাগো, শীতল হয়ে যেতাম।
মানুষ করলে আমায় মা, সুখে দুঃখে চোখের জলে
আমার মুখে খাবার দিয়েছ, পেটে পাথর বেঁধে।

শিক্ষা দিলে দীক্ষা দিলে, লাভটা হলো কি?
তোমার দুগ্ধের ঋণের কথা, আমি ভুলেছি।
বউ পেয়েছি, সন্তান পেয়েছি, ভুলে গেছি তোমায়
তুমি থাকো জলে কাদায়, আমি অট্টালিকায়!
মা আমার মা,
তুমি আমার সাত রাজার ধন, আর তো কেউ না!
দেশে থাকি বিদেশ থাকি, মনটা আমার পোড়ে
মায়ের মমতা আর কোথাও নাই, সারা বিশ্ব জুড়ে।

(লেখক সিঙ্গাপুরপ্রবাসী)