মুম্বাইয়ে বাংলাদেশ উন্নয়ন মেলা

বক্তব্য দেন মো. লুৎফর রহমান
বক্তব্য দেন মো. লুৎফর রহমান

বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা সম্পর্কে স্বাগতিক রাষ্ট্র ভারতকে অবহিত করার উদ্দেশ্য নিয়ে মুম্বাইয়ে বাংলাদেশের উপহাইকমিশনের উদ্যোগে এক উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ মে) মুম্বাইয়ের উপহাইকমিশনে এই মেলার আয়োজন করা হয়।

মেলা চলাকালে বাংলাদেশ রিসেন্ট ডেভেলপমেন্ট সাকসেস: পলিসি, প্রোগ্রেস অ্যান্ড প্রসপেক্টস শীর্ষক এক সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অর্থনীতি, জীবনযাত্রার মান, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ÿমতায়ন, সামাজিক নিরাপত্তা, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে উন্নয়ন অর্জন করেছে সে সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে উপহাইকমিশনার মো. লুৎফর রহমান আমন্ত্রিত অতিথিদের অবহিত করেন।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

সভায় আরও বক্তব্য দেন মুম্বাইয়ে বিএএমএফ কোম্পানির মার্কেটিং ও সেলস বিভাগের প্রধান সুজন বাহা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্রসহ ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে নির্মিত ভিডিওচিত্রসমূহ প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি