মাগো পায়ের নিচে দিয়ো ঠাঁই

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

মায়ের কথা লিখতে গেলে, চোখে আসে জল
মায়ের মতো মমতাময়ী, কে-বা আছে বল?
দূর প্রবাসে থেকে ভাবি, আমার মায়ের কথা
মা যে আমার কষ্টে থাকে, দূরে তাঁর খোকা।

গর্ভে ধরে মা যে আমার, কষ্ট সয়েছে,
কষ্টে আছে আজও মা, পুত্র থেকেও, থাকে পুত্রশোকে!
সারা পৃথিবী একদিকে মা, তুমি যে আরেকদিকে
তোমার ছেলেকে করো ক্ষমা, কাছে থাকে না বলে।

অভাব নামের রাক্ষসটা যে রাখল আমায় দূরে
বেকারত্ব স্বদেশে মোর, থাকি দূর প্রবাসেতে।
ফোনে এখন দেখি আমি তোমার মলিন মুখ
অসুখ বিসুখ ছাড়ে না তোমায়, এটাই আমার দুঃখ।

কত স্বপ্ন ছিল আমার, সুখী করব তোমায়
ভাগ্য আমার হলো না যে, তোমার কাছে থাকার।
জীবন জুয়ায় হেরে এখন দেশান্তরী তোমার ছেলে
ক্ষমা করো মাগো আমায় বিদায়ের কালে।

মাগো পায়ের নিচে দিয়ো ঠাঁই রোজ হাসরেতে।
সুখ পাখি দেয়নি ধরা, আমার কপাল পোড়া
চেষ্টা সব বিফলে গেল, থাকি এখন মায়ের ছোঁয়া ছাড়া।

মরণ কালে দিয়ো মা, আমার মুখে পানি
কাফনেতে পাই যেন গো, তোমার আঁচল খানি।

জাহাঙ্গীর বাবু: সিঙ্গাপুর।