প্যারিসে বাংলা নববর্ষ উদ্যাপন

বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা
বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪২৫। এতে প্যারিসে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গত রোববার (১৩ মে) দূতাবাস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী ইমতিয়াজ হোসেন
বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন কাজী ইমতিয়াজ হোসেন

বর্ষবরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙালি সংস্কৃতির সর্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে।

বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিতি
বাংলা নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিতি

বর্ষবরণ উপলক্ষে নানা রঙের বৈশাখী মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশে দূতাবাস পরিবারের সদস্যরাসহ প্রবাসী বাংলাদেশিরা প্রাণবন্তভাবে বাংলা গান ও কবিতা পরিবেশন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবার দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি