প্যারিসে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত

প্যারিসে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউরোপজুড়ে বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব।
প্যারিসে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউরোপজুড়ে বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব।

ফ্রান্সের প্যারিসে পবিত্র রমজান উপলক্ষে কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউরোপজুড়ে বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব’।

গত শুক্রবার সংগঠনের সহসভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহিরের সঞ্চালনায় প্যারিসের ক্যাথসিমায় সোনার বাংলা রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের চিফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান। বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি আবদুল্লা আল বাকি, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি সুনাম উদ্দীন খালিক, ফ্রান্স বিএনপি সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সালেহ আহমদ চৌধুরী, ইপিবিএ ফ্রান্স শাখা সভাপতি ফারুক খান, ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি ফ্রান্স সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরী, ইপিবিএ কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদত হোসেন সাইফুল, প্যারিস বাংলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, ফ্রান্স বিএনপি সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ফ্রান্স যুবদল সভাপতি আরিফ হাসান, সর্ব ইউরোপিয়ান যুবদল আহ্বায়ক মিলটন সরকার, ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজেল আহমেদ, সাবেক সভাপতি এম আশরাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সোহাগ সারওয়ার, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, প্রচার সম্পাদক রেজাউল করিম সহসাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মিজানুর রহমান, মো. মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা বক্তব্য দেন ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস করিম আখনজি।