রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ইফতার

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দেশের শান্তি, উন্নয়ন ও মঙ্গল কামনা করে গত রোববার (২৭ মে) এক ইফতার অনুষ্ঠিত হয়েছে। ইফতার অনুষ্ঠানে রিয়াদে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ নানা পেশার কয়েক শ অভিবাসী বাংলাদেশি ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ ইফতারে আগত অতিথিদের স্বাগত জানান ও কুশল বিনিময় করেন। এ সময় প্রবাসীদের দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার

অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের ফজিলত তুলে ধরার পাশাপাশি প্রবাসীদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের অগ্রগতি ও সার্বিক উন্নয়ন এবং বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইফতার

দেশ ও ২০৪১ সালে যেনও উন্নত দেশে পরিণত হতে পারে সে জন্য বিশেষ দোয়া করা হয়।
দূতাবাসের কাউন্সেলর ড. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মোহাম্মদ সাদেক হোসেন। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা ইফতারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি