মাদ্রিদে বিএনপির সভা

মাদ্রিদে বিএনপির সভা
মাদ্রিদে বিএনপির সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির স্পেন শাখার উদ্যোগে মাদ্রিদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩০ মে) মাদ্রিদের একটি রেস্তোরাঁয় এ সভা আয়োজন করা হয়। সভা শেষে এক ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়। এতে দলটির মাদ্রিদপ্রবাসী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদার। যৌথভাবে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর।
খোরশেদ মজুমদার বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। তাঁকে কারাগারে বন্দী করে রেখে বর্তমান সরকার প্রতিহিংসামূলক রাজনীতির পরিচয় দিচ্ছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোজাম্মেল হোসেন, আবুল খায়ের, সৈয়দ মাসুদুর রহমান, সোহেল আহমেদ, মনির আহমেদ ও আনোয়ারুল আজিম প্রমুখ।
বক্তারা বলেন, কারও দয়ায় নয়, অচিরেই বেগম খালেদা জিয়া সকল মামলায় বেকসুর খালাস পেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ তিনি সম্পূর্ণ নির্দোষ। তাঁকে অন্যায়ভাবে একের পর এক মামলায় বন্দী করে রাখা হয়েছে।