দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ইফতার

ইফতারে অংশগ্রহণকারীদের একাংশ
ইফতারে অংশগ্রহণকারীদের একাংশ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জুন) কনস্যুলেট প্রাঙ্গণে এই ইফতার আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। আমন্ত্রিত প্রবাসীরা এই ইফতারে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন মোহাম্মদ ইমরান। সভাপতিত্ব করেন কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।

বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ ইমরান
বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ ইমরান

মোহাম্মদ ইমরান তার বক্তব্যে আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলার অনুরোধ করেন। তিনি আরও বলেন, আমাদের কাজকর্ম দিয়ে দেশকে ইতিবাচক হিসেবে তুলে ধরতে হবে। এ জন্য সকল প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে তিনি আহ্বান জানান।
এস বদিরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমিরাতের জনগণ মুসলিম। তারা আমাদের ভালোবাসেন। তাদের ভালোবাসার দাম আমরা আমাদের কর্ম দিয়ে দেখাতে হবে।
আলোচনায় সঞ্চালনা করেন প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন শ্রম কাউন্সেলর এ এস এম জাকির।

বক্তব্য দিচ্ছেন এস বদিরুজ্জামান
বক্তব্য দিচ্ছেন এস বদিরুজ্জামান

শুরুতে কোরআন তিলাওয়াত করেন কনস্যুলেটের কর্মকর্তা সুলতান মাহমুদ।
সবশেষে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন শহীদ।