অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কাগজভিত্তিক টোফেল গ্রহণযোগ্য হবে না

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে এখন থেকে কাগজভিত্তিক টোফেল আর গ্রহণযোগ্য হবে না। এমনটাই ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। দেশটিতে শিক্ষার্থী ভিসায় আবেদন করতে হলে ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণ করা বাধ্যতামূলক। গত ২৭ মে থেকে সাবক্লাস ৫০০ শিক্ষার্থী ভিসার আবেদনপত্রের এ পরিবর্তন প্রণয়ন করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী কাগজভিত্তিক টোফেল পরীক্ষার ফলাফলকে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে গ্রহণ করবে না অভিবাসন বিভাগ। তবে ইন্টারনেটভিত্তিক টোফেল পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

গত বছর অক্টোবরে কাগজভিত্তিক টোফেল পরীক্ষা খতিয়ে দেখে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগ। ইংরেজি ভাষা বলার দক্ষতা পরিমাপের জন্য যথাযোগ্য উপযুক্ততা এর নেই বলে জানায় অভিবাসন বিভাগ। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষায় ভাষা বলার দক্ষতাও অনেকটাই জরুরি। কাগজভিত্তিক টোফেল পরীক্ষায় এর দুর্বলতা রয়েছে বলে অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা প্রার্থীদের জন্য তা অযোগ্য বলে ঘোষণা দেয় অভিবাসন বিভাগ। যদিও টোফেল অস্ট্রেলিয়ায় ইংরেজি ভাষা দক্ষতা প্রমাণের জনপ্রিয় কোনো মাধ্যম নয়। অস্ট্রেলিয়ায় আইইএলটিএস এবং এখন পিটিই সবচেয়ে জনপ্রিয়। এ ছাড়া পূর্ব ঘোষিত অন্যান্য প্রচলিত পরীক্ষাগুলোর ফলাফল যথারীতি গ্রহণ করবে অভিবাসন বিভাগ। তবে তা অবশ্যই ভিসা আবেদন করার দুই বছরের মধ্যে হতে হবে।

কাউসার খান: অভিবাসন আইনজীবী, সিডনি, অস্ট্রেলিয়া। ইমেইল: <[email protected]>