বিদগ্ধ প্রেমিকের নিঃস্ব জীবন

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

ঝিলের ধারে অর্ধ চাঁদের
আলো-আঁধারিতে
চারদিকে শূন্যতার মাঝে
ল্যাম্পপোস্টের আলোর
লাল–নীল–সবুজ পানির
নগ্ন নৃত্যের খেলায় উপলব্ধির
দৃষ্টিতে তোমার মনকে ছুঁয়ে দেখেছি
আবিষ্কার করেছি,
বৃহৎ মরুভূমিতে নিঃস্ব-নিঃসঙ্গ
পথিক তুমি।

এক টুকরো মেঘ হতাশায় বিপর্যস্ত
প্রেমের গল্পকথায়!
প্রেমিকার আস্ফালনে শ্বাসরোধ 

করা কষ্টের জীবন,
অশ্রুতে ঢেউ খেলে অপেক্ষার
বহমান স্রোত,

স্বপ্নের কারখানায় একাধিক প্রেমিকার দহনে পরাজিত বিদ্বেষী অবাঞ্ছিত মন,
টলমলে প্রতারিত সম্পর্কের নিংড়ানো আলিঙ্গন!
প্রেয়সীদের আনাগোনা রাত্রি গভীর
অন্তরে পোষা উপেক্ষার নীড়,
সন্ধানী চোখে দেখা স্বার্থের ভিড়,
প্রতিচ্ছবি দেখতে পেয়ে নিজের অজান্তে
ঢিল ছুড়ে রাখে মনের দর্পণে।

পৃথিবী ঘুমিয়ে আছে
আঁধারে বন্দী পাখি ডানা ঝাপটায়
অনুভূতিতে আঘাতের জখম
অভিযোগের জীবন্ত চিহ্ন
হাত বাড়িয়ে নয় মনকে ছুঁয়ে
দেখো এই হৃদয়ের মাঝেও
জ্বলন্ত কয়লার ক্ষত কত!
যেখানে ভাঙনের ধ্বংসস্তূপের কংক্রিট যত।

উইলি মুক্তি: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।