টরন্টোয় লেখক শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে সমাবেশ

লেখক শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে টরন্টোয় সমাবেশ
লেখক শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে টরন্টোয় সমাবেশ

লেখক, প্রকাশক ও মুক্তবুদ্ধিচর্চার অন্যতম মুখ বিশাখা প্রকাশনীর স্বত্বাধিকারী শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে ও অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কানাডার টরন্টোয় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ জুন) শহরের বাঙালিপাড়ার কেন্দ্রস্থল ঘরোয়া রেস্টুরেন্ট প্রাঙ্গণে স্থানীয় সময় সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লেখক শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে টরন্টোয় সমাবেশ
লেখক শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে টরন্টোয় সমাবেশ

সমাবেশে প্রবাসী গণতন্ত্রকামী, মুক্তমনা ও প্রগতিশীল মানুষের তাৎক্ষণিক উপস্থিতিতে প্রতিবাদমুখর হয়ে ওঠে ডেনফোর্থ অ্যাভিনিউ। সমাবেশে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী, প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগের (পিডিআই) যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম, অন্যস্বর ও অন্য থিয়েটারের আহমেদ হোসাইন, উদীচী শিল্পী গোষ্ঠীর কানাডা শাখার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস, অ্যাকটিভিস্ট সায়লা আহমেদ, কবি ও সাংস্কৃতিক কর্মী রেজা অনিরুদ্ধ প্রমুখ।
টরন্টো ফিল্ম ফোরাম, অভিবাসী (সাময়িকী), অন্য স্বর, অন্য থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা ও পিডিআই সমন্বয়ে আয়োজিত এ প্রতিবাদ অবস্থানে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দুর-দুরাত্ম থেকে অনেকে ছুটে আসেন। তারা দেশের বর্তমান অস্থিতিশীল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সকলেই দেশে মুক্তবুদ্ধি চর্চাকারীদের ক্রমবর্ধমান হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানান।

অখিল সাহা: টরন্টো, কানাডা।