আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আজ বৃহস্পতিবার (১৪ জুন) অস্ট্রেলিয়ার আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির চাঁদ দেখা কমিটি মুনসাইটিং অস্ট্রেলিয়া। তাই আগামী ১৬ জুন শনিবার সিডনি ও মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার প্রায় বেশির ভাগ স্থানেই ঈদ উদ্‌যাপন করবেন দেশটির মুসলমানেরা। সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশও ঈদ উদ্‌যাপন করবেন শনিবার।

এদিকে আগামীকাল শুক্রবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ান জাতীয় ইমাম কাউন্সিল। এই ঘোষণার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের প্রবাসী মুসলমানেরা সিডনি ও মেলবোর্নসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি স্থানে আগামীকাল ঈদ পালন করবেন। তাদের সঙ্গে একই দিন অর্থাৎ শুক্রবার ঈদ পালন করবেন প্রবাসী ভারতীয় ও পাকিস্তানি মুসলমানেরাও। জানা গেছে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ ইমাম কাউন্সিলের ঘোষণার সঙ্গে মিল রেখে কাল শুক্রবার ঈদের নামাজ আদায় করবেন।

অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে এখন মুসলমানদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্‌যাপনের জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সিডনির বিভিন্ন স্থানে ঈদের নামাজের সময়সূচি
১৫ জুন শুক্রবার

লাকেম্বা বড় মসজিদ সকাল ৬টা ৩০ মিনিটে।
প্যারামাটা পার্ক ওল্ড কিং ওভালে সকাল ৬টা ৩০ মিনিটে।
মিন্টো মসজিদ-৪৮ ওয়েস্টমরলান্ড রোড, মিন্টোতে সকাল ৭টায়।
ওয়ালিপার্ক-অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাব পেরি পার্কে ৭টা ৩০ মিনিটে।
অস্ট্রেলিয়ান ইসলামিক হাউস, ২০৯৪ ক্যামডেন ভ্যালি রোড, এডমন্ডসন পার্কে সকাল ৭টা ৩০ মিনিটে।
ক্যাম্বেলটাউন ইয়ুথ সেন্টার-মাউন্ট আন্নান বোটানিক্যাল গার্ডেনে সকাল ৮টায়।
ব্ল্যাকটাউন মসজিদের সকাল ৮টায়।
রুটি হিলস মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে।
ইসলামিক এডুকেশন সেন্টার-গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টার সেডডন পার্কে সকাল ৮টা ৩০ মিনিটে।
সেন্টমেরি মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে।

১৬ জুন শনিবার যে সব স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে

ওয়ালিপার্ক-অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাব, পেরি পার্ক সকাল ৭টা ৩০ মিনিটে।
রাইড মসজিদ (৩ ব্ল্যাক্সলান্ড রোড, রাইড) সকাল ৭টা ৩০ মিনিটে।
পেনহার্স্ট মসজিদ-৪৪৫ ফরেস্ট রোড, পেনহার্স্ট সকাল ৭টা ৩০ মিনিটে
কেনসিংটন-ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস রাউন্ড হাউস, সকাল ৭টা ৪০ মিনিটে।
রকডেল-ফ্রাই রিসার্ভ ওয়ারলিডা স্ট্রিট সকাল ৭টা ৪৫ মিনিটে।
সারিহিলস মসজিদ সকাল ৮টায়।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার-আল ফয়সাল কলেজ, ১০ বেনহাম রোড, মিন্টোতে সকাল ৮টায়।
ক্যাম্পবেলটাউন মসজিদ-৩২ কুইন স্ট্রিট, ক্যাম্পবেলটাউন সকাল ৮টায়।
কোয়েকার্স হিল মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে।
ইসলামিক এডুকেশন সেন্টার-গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টার, সেডডন পার্ক সকাল ৯টায়।

মেলবোর্নের বিভিন্ন স্থানে ঈদের নামাজের সময়সূচি
১৫ জুন শুক্রবার

আল তাকআ মসজিদ, সাইরস রোড, ট্রুগিনিনা। সকাল ৭টা ৩০ মিনিটে।
পয়েন্ট কুক মুসলিম, পয়েন্ট কুক, ৪৫৪ পয়েন্ট কুক রোড, পয়েন্ট কুক—সকাল ৭টা ৪৫ মিনিটে।
ভার্জিন মেরি মসজিদ, ১৪৩ হোগানস রোড, হপার্স ক্রসিং—সকাল ৮টায়।
ইসলামিক কলেজ অব মেলবোর্ন, ৮৩ ওটেন রোড, টার্নেট—সকাল ৯টায়।
ওয়্যারিবি ইসলামিক সেন্টার—সকাল ৮টায়।
ম্যাডস্টোন মসজিদ, ৩৪ স্টুডলে স্ট্রিট, মেইডস্টোন—সকাল ৮টায়।
সিটি মসজিদ, মেলবোর্ন—সকাল ৭টা ৪৫ মিনিটে।
আল-এহসান সেন্টার, ভিক্টোরিয়া, স্প্রিংগার্স অবকাশ কেন্দ্র, ৪০০ চেল্টেনহ্যাম রোড, কিসবারো—সকাল ৯টায়।
ওমর ফারুক মসজিদ, ১ বেনেট স্ট্রিট, ডান্ডেনং—সকাল ৮টায়।
নোবেল পার্ক মসজিদ, নোবেল পার্ক—৯টা ৩০ মিনিটে।
আলবানী ইসলামিক সেন্টার, ডাল্যাগেটিস স্ট্রিট, ডান্ডেনং—সকাল ৭টা ৩০ মিনিটে।
আমির সুলতান মসজিদ, ১৩৯ ক্লিল্যান্ড স্ট্রিট, ডান্ডেনং—সকাল ৭টা ৩০ মিনিটে।
তুর্কি ইসলামি ও সাংস্কৃতিক কেন্দ্র, ৩৯৬ গ্রিনস রোড, কিসবারো—সকাল ৭টা ৩০ মিনিটে।
ইউএমএমএ সেন্টার, ৭২ জর্জ স্ট্রিট, ড্যানকাস্টার পূর্ব—সকাল ৮টা ১৫ মিনিটে।

১৬ জুন শনিবার

ওয়াইন্ডহ্যাম পার্ক কমিউনিটি সেন্টার—সকাল ৮টায়।
আল ইমান কলেজ (মাল্টি পারসেজ হল), ২০ রেস রোড মেলটন—সকাল ৮টায়।
ফকনার সিনিয়র সিটিজেন সেন্টার, ৭৭- ৭৯ জুকস রোড, ফকনার—সকাল ৮টা ৩০ মিনিটে।
ফকনার মসজিদ, ১৭ বেয়ার্ড স্ট্রিট, ফকনার—সকাল ৮টা ৩০ মিনিটে।
হান্টিংডেল মসজিদ, ৩২২ হান্টিংডেল রোড, হান্টিংডেল—সকাল ৮টায় ও ৯টায়।
মুসলিম কমিউনিটি ট্রাস্ট-স্যান্ডউইন রেসকোর্স, স্প্রিংভিল (স্প্রিংভাল কবরস্থানের বিপরীতে)—সকাল ৮টা ৩০ মিনিটে।
পিলার অব গাইডেন্স, ৯ গ্রিন স্ট্রিট, ডোভেটন—সকাল ৭টা ৪৫ মিনিটে।
হলম মসজিদ, ১৩১-১৩৩ বেলগ্রেভ-হলাম রাড, নার্রে ওয়ারেন—সকাল ৮টা ৩০ মিনিটে।