দুবাইয়ে বাংলাদেশিদের ঈদ পালন

দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেলের বাসভবনে প্রীতি সম্মিলন
দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেলের বাসভবনে প্রীতি সম্মিলন

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও আনন্দ উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শুক্রবার (১৫ জুন) বাংলাদেশি মুসলমানেরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন। দেশটির দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি মুসলমানেরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব পরিচিতজন ছাড়াও অন্যদের সঙ্গেও ভাগাভাগি করে নেন। ঈদের নামাজ শেষে প্রবাসীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

ঈদ উপলক্ষে বিগত বছরের মতো এবারও প্রীতি সম্মিলন ছিল দুবাইয়ের বাংলাদেশের কনসাল জেনারেলের বাসভবনে। এই প্রীতি সম্মিলনে মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের প্রবাসীরাও যোগ দেন। এই সম্মিলন অসাম্প্রদায়িক বাংলাদেশেরই যেন এক চালচিত্র। এমন সম্মিলন দেশকে এগিয়ে নেবার জন্য সহায়ক জানান কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।

ঈদ উপলক্ষে প্রীতি সম্মিলন
ঈদ উপলক্ষে প্রীতি সম্মিলন

আমিরাতে ঈদ উপলক্ষে সরকারিভাবে চার দিন ও বেসরকারিভাবে তিন দিনের ঈদের ছুটি দেওয়া হয়। এ সময় বাংলাদেশি বিভিন্ন সংগঠন নিজেদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধন মজবুত করতে ঈদ প্রীতি সম্মিলন আয়োজন করে। এতে প্রবাসীরা দেশে থাকার সুখ পান।

ঈদ উপলক্ষে প্রীতি সম্মিলন
ঈদ উপলক্ষে প্রীতি সম্মিলন

প্রীতি সম্মিলনে ধর্মের থেকে উৎসবটা মুখ্য থাকে। এমন করে বাংলাদেশিদের ঐক্যর ভিত্তিতে প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াক প্রিয় বাংলাদেশ।

লুৎফুর রহমান: দুবাই, সংযুক্ত আরব আমিরাত।