বাবার মতো করে

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বাবা আমার হারিয়ে গেছে
কোন সে আঁধার দূরে,
কেউ ডাকে এখন আমায়
বাবার মতো করে।
ছোট্ট বেলায় নিতে আদর
যেতাম বাবার ঘরে,
কেউ তো এখন দেয় না স্নেহ
বাবার মতো করে।
বাবা রইতেন গম্ভীর হয়ে
নিয়ম নীতি ধরে,
অনিয়মেও আজ বকে না কেউ
বাবার মতো করে।
সন্ধ্যা হতেই বাড়ি ফিরতাম
রাগী বাবার ডরে,
রাত হলেও আজ রাগে না কেউ
বাবার মতো করে।
বাবার দেওয়া পয়সা রাখতাম
মাটির ব্যাংকে ভরে, 

দেয় না কেউ আজ একটিও টাকা
বাবার মতো করে।
বাবার আঙুল ধরে যেতাম
গড়াই নদীর চরে,
হাতটিও কেউ ধরে না এখন
বাবার মতো করে।
হঠাৎ কী এক কঠিন রোগে
বাবা গেলেন মরে,
আল্লাহ্ আমার বাবাকে রেখো
তোমার দয়ার পরে।

রানা টাইগেরিনা: টরন্টো, কানাডা।