মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ আড্ডা

মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ আড্ডা
মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ আড্ডা

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ আড্ডা। ঈদের দিন (১৫ জুন শুক্রবার) এ আড্ডার আয়োজন করা হয়। মাদ্রিদের বাংলাদেশি অধ্যুষিত কাসিনো পার্কে খোলা মাঠে ঈদের নামাজ শেষে সদস্যদের সবাই একে একে জড়ো হন সংগঠনের সহসভাপতি জাহিদুল আলমের আমানাহ হাউসে।

গান গেয়ে আড্ডা জমিয়ে তোলেন সংগঠনের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, জাহিদুল আলম, সেলিম আলম ও দবির তালুকদার। আবু জাফর রাসেল কৌতুক পরিবেশন করেন। ছোটবেলার ঈদের সৃতি রোমন্থন করেন ইকবাল হোসেন, তারেক হোসেন ও বুলবুল আহমেদ। এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক বকুল খান সূচনা বক্তব্যে সকলকে স্বাগত জানান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ফকরুদ্দিন।
প্রবাস জীবনে বছর ঘুরে এ রকম আড্ডা ছেড়ে যেতে কারও মন চায় না। তবু চলে যেতে হয়। আড্ডার শেষ পর্যায়ে কোরাস কণ্ঠে পরিবেশিত হয় ‘ও মন রমজানের, রোজার শেষে এলো খুশির দিন’ গানটি। আর আড্ডার ইতি টানা হয় মান্না দের নস্টালজিক গান ‘পৌষের কাছাকাছি রোদ মাখা এই দিন, ফিরে আর আসবে কি কখনো’।

বকুল খান, মাদ্রিদ, স্পেন।