জার্মানিতে ঈদ উৎসব

হ্যানোভার শহরে ফারেনহাইডে এলাকায় প্রবাসী বাঙালিদের ঈদ উৎসব। ছবি: সরাফ আহমেদ
হ্যানোভার শহরে ফারেনহাইডে এলাকায় প্রবাসী বাঙালিদের ঈদ উৎসব। ছবি: সরাফ আহমেদ

স্বদেশে ঈদ মানে আপনজনদের সঙ্গে সাক্ষাত, বন্ধু-বান্ধবরে সঙ্গে আড্ডা আর টানা উদ্‌যাপন। প্রবাসে কি সে সুযোগ মেলে! প্রবাসে সে সুযোগ সবার কপালে জোটে না। তবে প্রবাসীরা চেষ্টা করেন ভালো থাকার। পরিচিতদের সঙ্গে উৎসব জমিয়ে তোলার চেষ্টা করেন।

দেশি পোশাকে সাজগোজ করে ঈদে মেতেছে হ্যানোভার প্রবাসী বাঙালি মেয়েরা। ছবি: সরাফ আহমেদ
দেশি পোশাকে সাজগোজ করে ঈদে মেতেছে হ্যানোভার প্রবাসী বাঙালি মেয়েরা। ছবি: সরাফ আহমেদ

স্থানীয় সময় শুক্রবার ঈদুল ফিতরের দিন হলেও সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববারের দিন সারা ইউরোপে ঈদ উৎসব উদ্‌যাপিত হয়। জার্মানিতে বাংলাদেশিরা বাঙালি অধ্যুষিত বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, স্টুটগার্ড, মিউনিখ, আউগসবর্গ, হ্যানোভার, ডুসেলডর্ফ, ক্যাসেল এসব শহরে গান বাজনা, বারবিকিউ, আড্ডা আর নানা খাবারে ঈদ আনন্দ উৎসব পালন করে।

ঈদ উৎসবে হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসী বাঙালিরা। ছবি: প্রথম আলো
ঈদ উৎসবে হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রবাসী বাঙালিরা। ছবি: প্রথম আলো
দক্ষিণ জার্মানির আউগসবর্গ শহরে বাঙ্গালিদের ঈদ উৎসবে গান বাজনা। ছবি: প্রথম আলো
দক্ষিণ জার্মানির আউগসবর্গ শহরে বাঙ্গালিদের ঈদ উৎসবে গান বাজনা। ছবি: প্রথম আলো
ডুসেলডর্ফ শহরে প্রবাসী বাঙালির বারবিকিউ করে ঈদ উৎসবে মেতে ওঠেন। ছবি: প্রথম আলো
ডুসেলডর্ফ শহরে প্রবাসী বাঙালির বারবিকিউ করে ঈদ উৎসবে মেতে ওঠেন। ছবি: প্রথম আলো