জেনেভায় ঈদ উদ্যাপন

জেনেভায় ঈদ জামাত
জেনেভায় ঈদ জামাত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় গত শুক্রবার (১৫ জুন) উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। জেনেভা বিমানবন্দরসংলগ্ন পালেক্সপোর পাঁচ নম্বর বিশাল হলরুমে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জেনেভাপ্রবাসী সকল বাঙালির ঈদ জামাতের মাধ্যমে এই ঈদ উৎসব শুরু হয়। প্রবাসী বাঙালি ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, মরক্কো, আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশের মুসলমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলমানেরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করেন। জামাত শেষে তারা একে অন্যের সঙ্গে ঈদ কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন।

নামাজের পর বাংলাদেশি কমিউনিটির নেতারা
নামাজের পর বাংলাদেশি কমিউনিটির নেতারা

জেনেভায় মুসলিম প্রধান দেশের মিশনগুলো ও জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থায় কর্মরত মুসলমানদের মধ্যে ছিল ঈদের ছুটির আমেজ।

সুধী সমাবেশ ও ঈদ আপ্যায়ন
সুধী সমাবেশ ও ঈদ আপ্যায়ন

ঈদের দিন দুপুরে আওয়ামী লীগের সুইজারল্যান্ড শাখার নেতা চৌধুরী আমজাদের বাসভবনে আয়োজন করা হয় এক উন্মুক্ত ঈদ উদ্‌যাপন পর্ব। সংগঠনের সুইজারল্যান্ড শাখার নেতা শ্যামল খান ও নজরুল জমাদারসহ প্রবাসী অনেক বাঙালিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যায়। ভেদাভেদ ভুলে জেনেভাপ্রবাসী সকল বাঙালির কাছে ঈদের দিনটি অনুকরণীয় আর স্মরণীয় হয়ে থাকবে।

নামাজের পর বাংলাদেশি কমিউনিটির নেতারা
নামাজের পর বাংলাদেশি কমিউনিটির নেতারা

ঈদের পরদিন শনিবার রাতে ছিল জাতিসংঘের ইউএইচসিআরের রিসার্চ ম্যানেজার মকসুদ হোসেন ও শিউলি হোসেন দম্পতির বাসভবনে এক সুধী সমাবেশ ও ঈদ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত কর্মকর্তা ছাড়াও জাতিসংঘে কর্মরত বিভিন্ন কর্মকর্তারা সপরিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ আয়োজন এই বিদেশবিভুঁইয়ে সত্যিই আলাদা মাত্রা বহন করে।

সুধী সমাবেশ ও ঈদ আপ্যায়ন
সুধী সমাবেশ ও ঈদ আপ্যায়ন

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সাম্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের মহিমা। এই মহিমা প্রতিফলিত হোক আমাদের সবার বাস্তব জীবনে।

রাওদাতুল জান্নাত: জেনেভা, সুইজারল্যান্ড।