ওসাকাপ্রবাসীদের খোঁজ নিচ্ছে বাংলাদেশ দূতাবাস

ওসাকায় ভূমিকম্পে মাটির নিচে পানির পাইপ ফেটে রাস্তা তলিয়ে যায়। ছবি: রয়টার্স
ওসাকায় ভূমিকম্পে মাটির নিচে পানির পাইপ ফেটে রাস্তা তলিয়ে যায়। ছবি: রয়টার্স

জাপানের ওসাকা অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে তাদের খোঁজ নিচ্ছে টোকিওর বাংলাদেশ দূতাবাস। আজ সকালে ওসাকা অঞ্চলে জাপানের ৭ মাত্রার স্কেলে ৬.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প পরবর্তী মৃদু ভূকম্পনও দীর্ঘ সময় অব্যাহত ছিল।

বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখেছেন। এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে। হেল্পলাইনের নম্বর ০৮০-৪০৬৫৬৬০১ ও ০৮০-৪৪৫৬১৯৭১। আক্রান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং যেকোনো সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগের জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি