ভিনদেশে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা

টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা

‘ও মোর রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ...।’ কবি নজরুলের এই গজল টিভিতে যে কখন বাজবে সেই অস্থিরতায় ইফতারের প্লেট হাতে নিয়ে একবার জানালা, একবার টিভি রুমে দৌড়ানোর সেই চাঁদরাত প্রবাসে নেই। প্রবাসে এটা আমার তৃতীয় ঈদুল-ফিতর। এর উপলব্ধিটা বেশ ভালোই বুঝতে পারছি। প্রবাসে রোজা ও ঈদের বিষয়গুলো পুরোই আলাদা।

টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা

রমজান মাসের পয়লা দিন থেকে আমাদের দেশের চিত্রটা কেমন জানি রাতারাতি বদলে যায়। ১০টা-৫টার অফিসের সময় কমে ৯টা-৩টা হয়ে যাওয়া। পরিবার পরিজনের সঙ্গে ইফতার করার তাড়ায় দ্রুত বাড়ি ফেরা। ইফতারের সময় রাস্তাঘাট হঠাৎ ফাঁকা হয়ে যাওয়া। মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়। রাস্তার মোড়ে মোড়ে বিকেল থেকে সাজানো ইফতারের পসরা। সাহ্‌রির সময় মসজিদের ইমাম সাহেবের বারবার সময় জানিয়ে দেওয়া—ঘুম থেকে উঠউউউন, এখন দুইটা বেজে ১০ মিনিট, উঠুন, সাহ্‌রি খেয়ে নিন, আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি আছে…। একসঙ্গে অনেকগুলো মসজিদের আজান—যেন দূষিত ওই শহরটায় অদেখা পবিত্রতার একটা সুগন্ধি আবরণ।

টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা

এখানে সেসবের কিছুই নেই। আমরা যারা দেশের বাইরে আছি তাদের কাছে রমজান মাসটা শুধু ব্যক্তিগতভাবে আবদ্ধ। একে দেশের মতো সেই আমেজ তো নেই, আর তার ওপর ঈদের দিন যদি সাপ্তাহিক কাজের দিনে পড়ে, তাহলে তো কোনো কথাই নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা চাকরিজীবীদের জন্য আর অন্য সব দিনের মতোই ক্লাস কিংবা কাজের দিন সেটা। আর বাকি দশটা সাধারণ দিনের মতো ব্যস্ততায় কেটে যাবে এই দিনও। ভাগ্য খুব ভালো হলে ঈদের নামাজ পড়ার সুযোগ পেয়েও যেতে পারি, নইলে না।

টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা

ঈদের নামাজের জামাতে নানান দেশের মানুষের মধ্যে নিজেকে কিছুটা হলেও খুশির ভাগী করা। প্রবাসে পরিবার পরিজন বলতে আপনার চারপাশের বাংলা বলা ওই মানুষগুলোই তো। তাই ঈদ যেদিনই হোক, এই ভিনদেশে ঈদের আমেজকে তাজা রাখার সর্বোপরি একটা প্রচেষ্টা থাকেই।

টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা

টোকিওতে আমাদের ছোট্ট বাংলাদেশি কমিউনিটি ‘বাংলাদেশি আড্ডা’ প্রতিবছর তাই ঈদ আয়োজন করে আসছে। এ জন্য ঈদের কাছে পিঠের কোনো এক সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সবার সঙ্গে স্বল্প আয়োজনে ঘরোয়া ঈদের আনন্দ নিজেদের তৈরি খাবারের স্বাদে বেড়ে যায় বহুগুণ। দেশীয় পোশাক, খাবার আর পরিচিত মানুষগুলোর খুশিতে পরবাসে প্রবাসী হয়ে ঈদ আনন্দ খোঁজার এ যেন নিদারুণ চেষ্টা! তবুও দুধের স্বাদ ঘোলে তো মিটছে। এইবা কম কীসে! সামান্য আনন্দ ভাগ করে নেওয়ার আনন্দ নিয়ে প্রবাসে এই তো আমাদের ঈদ। ঈদ মোবারক।

টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা
টোকিওতে ঈদের আনন্দের খোঁজে বাংলাদেশি আড্ডা

কোহিনূর কেয়া: শিক্ষার্থী, টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, টোকিও, জাপান।