ভিয়েনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সভায় আলোচকেরা
সভায় আলোচকেরা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (২৩ জুন) বিকেলে ভিয়েনার বাংলাবাজার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের অস্ট্রিয়া শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান। পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের সর্ব ইউরোপিয়ান শাখার সহসভাপতি অস্ট্রিয়াপ্রবাসী এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর। বক্তব্য দেন সংগঠনের অস্ট্রিয়া শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি আকতার হোসেন, রুহী দাস সাহা, এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী ও গাজি মোহাম্মদ প্রমুখ।
এম নজরুল ইসলাম বলেন, মুসলিম লীগের দুঃশাসন ও দমননীতির মুখে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির সবচেয়ে বড় অর্জন মাতৃভূমির স্বাধীনতা। আওয়ামী লীগ এখন শেখ হাসিনার ইস্পাত-দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা-নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সম্পদে সমৃদ্ধ একটি আধুনিক বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত।
বায়েজিদ মীর বলেন, বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ও বিচারের রায় কার্যকর হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এসব সম্ভব হচ্ছে।
খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আওয়ামী লীগের নেতৃত্বেই দেশ এখন এগিয়ে চলছে।
সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বাঙালির প্রাণের সংগঠন। আওয়ামী লীগ আমাদের বাংলাদেশ দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাঙালি জাতিকে সর্বক্ষেত্রে এগিয়ে নিয়ে চলছে।

আনিসুল হক: ভিয়েনা, অস্ট্রিয়া।