ক্যানবেরায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাঁকজমকের সঙ্গে উদ্‌যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন গত শনিবার (২৩ জুন) ক্যানবেরা কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিডনি ও ক্যানবেরায় বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় স্মরণ করা হয় বাংলা সাহিত্যের এ দুই মহারথীকে। অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি উপস্থিত হয়ে রবীন্দ্র ও নজরুল পরিবেশনা উপভোগ করেন।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা

অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালি আত্মপরিচয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে আছেন। তাঁদের দর্শনের মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের চিরন্তন সত্তা খুঁজে পায় এবং ভবিষ্যতেও পেতে থাকবে।’

অনুষ্ঠানের একটি দৃশ্য
অনুষ্ঠানের একটি দৃশ্য

সংগীত পরিবেশন করেন সিডনিপ্রবাসী রবীন্দ্রসংগীতশিল্পী সিরাজুস সালেকীন, পারমিতা দে। মনোমুগ্ধকর সরোদ পরিবেশন করেন তানিম হায়াত খান। এ ছাড়া, অনুষ্ঠানে স্থানীয় অনেক শিল্পী অংশগ্রহণ করেন।