সিউলে আমদানি পণ্য মেলায় বাংলাদেশ

কইমা চেয়ারম্যান মাইং-জিন শিন অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন
কইমা চেয়ারম্যান মাইং-জিন শিন অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কোয়েক্সে মলে অনুষ্ঠিত তিন দিনের আমদানি পণ্য মেলায় (আইজিএফ ২০১৮) অংশ নিয়েছে বাংলাদেশ। দেশটির বাংলাদেশ দূতাবাস মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ প্যাভিলিয়নে উপস্থাপিত অপ্রচলিত পণ্য কোরীয় ব্যবসায়ীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। গত শনিবার (২৩ জুন) এ মেলা শেষ হয়।

বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

অনেক কোরীয় আগ্রহ নিয়ে বাংলাদেশের পণ্যগুলো সম্পর্কে জেনেছেন। এমন উৎসাহ ও আগ্রহ দেশটিতে এই পণ্যগুলোর জন্য ভবিষ্যতে একটি বাজার তৈরি করতে সহায়তা ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। কোরীয় ব্যবসায়ীরা তাদের আগ্রহ বেশি প্রকাশ করেন চামড়াজাত পণ্য ও সিরামিক পণ্য সম্পর্কে।

বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীরা
বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীরা

কোরীয় ক্রেতাদের কাছে বিভিন্ন দেশের নতুন পণ্যগুলো প্রদর্শন ও অংশীদার দেশগুলোকে সুযোগ প্রদানের জন্য কোরিয়া ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (কইমা) এই মেলা আয়োজন করে থাকে। এ বছর বাংলাদেশসহ ৫০টি দেশ এই মেলায় অংশগ্রহণ করে। অনেক দর্শনার্থী ও কোরীয়সহ নানা দেশের ব্যবসায়ীরা বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীরা
বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীরা

কইমা চেয়ারম্যান মাইং-জিন শিন ২১ জুন বৃহস্পতিবার অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। পরে মাইং-জিন শিনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

মাইং-জিন শিন ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশের ঐতিহ্যবাহী গামছা উপহার দেন আবিদা ইসলাম
মাইং-জিন শিন ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশের ঐতিহ্যবাহী গামছা উপহার দেন আবিদা ইসলাম

রাষ্ট্রদূত আবিদা ইসলাম কইমা চেয়ারম্যান মাইং-জিন শিন ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশের ঐতিহ্যবাহী গামছা উপহার দেন ও বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়িত করেন।
বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথা, পাট ও চামড়াজাত পণ্য, টি-শার্ট, চিংড়ি, শাড়ি, হোম টেক্সটাইল, সিরামিক পণ্য, বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, চা ও নারকেল তেল দর্শকদের আকৃষ্ট করে।

ফারুক হিমেল: সিউল, দক্ষিণ কোরিয়া।