পেনসিলভানিয়ায় বাংলাদেশিদের ঈদ মিলনমেলা

পেনসিলভানিয়ায় বাংলাদেশিদের ঈদ মিলনমেলা
পেনসিলভানিয়ায় বাংলাদেশিদের ঈদ মিলনমেলা

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’—সেই ঈদের আমেজ এখনো যেন শেষ হয়নি আমেরিকার পেনসিলভানিয়ার লিহাইভেলির বাংলাদেশি কমিউনিটিতে। গত রোববার (২৪ জুন) ব্রাইনিংসভিলের ক্লাব হাউসে লিহাইভেলির বাংলাদেশি অভিবাসীরা মিলিত হয়েছিলেন ঈদের আনন্দ মেলায়। স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠান শুরু হয়।

শিশুদের কলকাকলি, বেলুন, বাঁশি, আর কিশোর-যুবক-বৃদ্ধের হাস্যরসে মেতে ওঠে ক্লাব হাউস। শিশু–কিশোরদের পাশাপাশি পুরুষ-নারী সকলেই নিজেকে সাজিয়েছিলেন দেশীয় পোশাকে। খাবার তালিকায় সবই ছিল দেশীয় ঈদ খাবার—পোলাও, রোস্ট, চিকেন তন্দুরি, চিকেন কাবাব, গরুর মাংস, মিক্সড ভেজিটেবল, বুটের ডাল, তন্দুরি রুটি, চিলি চিকেন, চটপটি আর পায়েস।

সবকিছু মিলিয়ে বাংলাদেশি অভিবাসীরা এই ক্লাব হাউসকে ক্ষণিকের জন্য করে তোলেন খুদে বাংলাদেশ। ধর্ম-দেশ-আর সাম্যবোধে চারদিকে যেন ধ্বনিত হতে থাকে—ঈদ এল, ঈদ এল। লাল সবুজের দেশের মানুষগুলো তাদের ভালোবাসায় সেই লাল সবুজের সংস্কৃতিকে ভিনদেশেও যেন হারিয়ে যেতে দেননি।

নূরুন বেগম: লেহাইভেলি, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।