সিডনিতে গ্রিনয়ার্ড কোম্পানির শাকসবজি প্রত্যাহার

গ্রিনয়ার্ড ফ্রোজেন বেলজিয়াম কোম্পানির প্রত্যাহার করা শাকসবজি
গ্রিনয়ার্ড ফ্রোজেন বেলজিয়াম কোম্পানির প্রত্যাহার করা শাকসবজি

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের খাদ্য কর্তৃপক্ষ বাজারে বিক্রয়কৃত হিমায়িত বিভিন্ন শাকসবজি ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছে। গ্রিনয়ার্ড ফ্রোজেন বেলজিয়াম নামক কোম্পানির উৎপাদিত এসব শাকসবজিতে মাইক্রোবিয়াল (লিস্টিরিয়া মোনোসিটিজেনস) দূষণ রয়েছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বড় বড় সুপারমার্কেট উলউর্থস, মেটক্যাশ (আইজিএ) ও আল্ডিসহ অন্যান্য মুদির দোকান থেকে এসব শাকসবজি প্রত্যাহার করা হয়েছে।

মাইক্রোবিয়াল লিস্টিরিয়া গর্ভবতী নারী ও তাঁদের গর্ভে থাকা শিশু, বয়স্ক ও কম রোগ প্রতিরোধ করার ক্ষমতাসম্পন্ন মানুষদের অসুস্থ করে তুলতে পারে। পণ্যগুলো ফেরত দিয়ে সম্পূর্ণ মূল্য ফেরত নিতে বিক্রীত দোকানগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া, কেউ যদি স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হয়ে থাকেন তবে ডাক্তারের পরামর্শ নিতেও বলা হয়েছে।

অস্ট্রেলিয়ায় কোনো পণ্যে দূষণ থাকলে বাজার থেকে প্রত্যাহার করে ভোক্তাদের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়ার একটা অংশ।