কয়েকটি অণুকাব্য

লেখিকা
লেখিকা

এক.

আমার স্বপ্ন বাড়ির ছাদে
আমার রঙিন ঘুড়ি হাতে,
উড়াও না আকাশে
নাটাই তো তোমার হাতে।

দুই.
চলো দুজনে মিলে বৃষ্টিতে ভিজে
মুছে দিই ধুয়ে দিই সব মিথ্যে অহংকার;
আর মিথ্যে সন্দেহের সব বাধার দেয়াল,
তুমি আর আমি মিলে হয়ে যাই একাকার।

তিন.
স্মৃতিগুলো ভীতি হয়ে, হঠাৎ রাত-দুপুরে
ঘুম আমার নেয় কেড়ে,
তোমারও কী আমার কথা
পড়ছে মনে ধুম করে,
সময়-অসময়ে অনেক কাজের ভিড়ে;
বড় জানতে ইচ্ছা করে
তোমারও কী ব্যথা হয়
বুকের বাঁ-পাশে
আমার কথা ভেবে
যখন কেউ থাকে না আশপাশে;
কেন জানি ইচ্ছা করে আমার
শুধু একবার কাছে এসে
বলে দাও আমায়, যা হয়েছিল
ভুল ছিল দুজনার;
কেন তবে বয়ে চলেছি আমি একাই
অতীতের সব দায়ভার
মিথ্যে সম্পর্কের ক্ষতিপূরণ।

চার.
বয়স উনিশ-কুড়ির মতো
তুমি ছুঁয়ে দিলে;
এখনো কেন মন আমার উথালপাতাল হয়;
ভালোবেসে আদর করে
তুমি আমায় ডাকলে;
এখনো কেন মনে আসে অকারণ সংশয়।

পাঁচ.
জানি না কখন,
তুমি ছুঁয়ে দিলে মন;
তোমার কথাই এখন,
ভাবছি সারাক্ষণ।

ছয়.
চলে এসো প্রিয়া
কোনো এক জ্যোৎস্না রাতে;
তোমাকে সাজাব
ভালোবাসার কল্পনাতে;
রাঙাব তোমার হিয়া
আমার রংতুলিতে;
জ্বালাব আশার দিয়া
বিষণ্নতার রাতে;
তুমি চলে এসো প্রিয়া
আমি আছি শুধু তোমারই অপেক্ষাতে।

সাত.
আমি তোমারই কাছে
বারে বারে যাই ফিরে;
তবু তুমি অবহেলায়
আমাকে দাও ফিরিয়ে;
যা কিছু আমার আছে
দিতে চেয়েছি শুধু তোমারে,
তবু তুমি চলে গেলে
রেখে আমায় অন্ধকারে।

নিপা দেবনাথ: পিএইচডি শিক্ষার্থী: শিজুওকা বিশ্ববিদ্যালয়, জাপান।