নির্বিবেক

লেখিকা
লেখিকা

হাওয়ায় ষড়যন্ত্রের দুর্গন্ধ,
হিংসার বিষাক্ত থাবায় বিবেক মূর্ছিত
আবর্জনায় দলিত করা বিবর্ণ মনুষ্যত্ব
কে কার চেয়ে হবে বেশি জনপ্রিয়!
মনের মাঝে শুধুই মিথ্যার ঘর
ছল–চাতুরীতে আর কতটা পথ?
অপব্যবহারের সর্বাধিক সীমা অতিক্রম করা,
স্বার্থের কারণে দেখে না একে অন্যের ব্যবধান
সংসারকে গলা টিপে হত্যাসাধন।
ভালোবাসা নামমাত্র,
দেহের আছে মোহ
অন্তরে নিয়ে পাপ,
মনের মাঝে পুষে এক
বাইরে দেখায় সাত পাঁচ,
অন্যকে চোর বলা?
নিজেই হরণকারী চোরাবালি
অন্যের বেলায় খেতাবধারী
দুষ্কর শুধু নিজেরটাই ভাবা!
অসৎ খাতায় খোদাই করা নাম
তারপরও দেখায় সততার দোহাই।
নিজের শুদ্ধতা প্রমাণিত করতে আত্মসম্মানকে বিলিয়ে দিয়ে

মিথ্যাকে মিথ্যা দিয়ে ঢাকা
আজন্ম অভিশাপের দান্দালে
পতিত মনুষ্যত্ব!
অপবাদের ভার অন্যের ওপর চাপিয়ে দেবার স্বভাব হয়ে গেছে জন্মগত
স্বার্থপরতা যেন ভাইরাসের মতো।

ভালো হওয়ার অভিপ্রায় নেই বললেই চলে
যাদের ছিলও না কোনো কালে
এতকাল পর কার কী আছে
তাই নিয়ে মতবিরোধ?
পরস্পর বিশ্বস্ততায় অপরিসীম ঘৃণা
কথা দিয়ে কথাকে বেচা,
বন্ধুত্বের দোহাই দিয়ে সুযোগ পেলেই পদতলে সততাকে দেয় ছেঁচা।
বর্তমানে নির্বিবেকদের সহজাত রূপ ত্রিশূল
কখনো কখনো ভুল করে
বিবেক নিষ্ঠারাও দেয় ভুলের মাশুল।

উইলি মুক্তি: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।