আঁচল পাতা মায়ের আদর

প্রতীকী ছবি। ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি। ছবি: প্রথম আলো

আমার দেশের এমন গল্প কোথায় আছে বলো? 

আঁচল পাতা মায়ের আদর কোথায় গেলে পাব?
রাত পোহালেই স্বজন আমার থাকে চারপাশে
কোথায় আছে এমন আবেগ কে-ই আমায় দেবে?

আমার মনে থাকে শুধু আমার দেশের ছবি
জলে ভেজা কাদা মাখা কত আছে স্মৃতি,
বর্ষা নামে জল আসে নৌকো চলে ভেসে
আমার আমি ছিলাম সেথায় নিবিড়ভাবে মিশে।

ডাকে আমায় আলতো করে শুনি কান পেতে
মনটা আমার ছটফটানি পাগল হয়ে গেছে,
কবে ছোঁব ভেজা মাটি দেখব বাবার কবর
বাবা আমার আত্মার সাথি নেই না আর খবর।

দেশের মায়া বড় মায়া কে যে ভুলতে পারে?
দেশের বাইরে আরাম থাকলেও সুখ কী আছে বলো?
একা লাগে বড্ড একা অনেকজনের ভিড়ে
আসছি ছুটে মায়ের কাছে থাকব মিলেমিশে।

মো. ফজলুল করিম পিএইচডি: শিক্ষক ও গবেষক, কুমামতো বিশ্ববিদ্যালয়, জাপান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।