ডারউইনে বাংলাদেশি চিকিৎসকদের বনভোজন

বনভোজনে অংশগ্রহণকারীদের একাংশ
বনভোজনে অংশগ্রহণকারীদের একাংশ

অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটোরি রাজ্যে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে নানা আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে হয়ে গেল দিনব্যাপী বনভোজন। ডারউইনের ব্যারিস্প্রিং রিক্রিয়েশন পার্কে গতকাল রোববার (১৫ জুলাই) এ বনভোজনের আয়োজন করা হয়।

এ আয়োজনে নর্দান টেরিটোরি রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকেরা সপরিবারে অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খাবারের পাশাপাশি বনভোজনে ছিল শিশু-কিশোরদের জন্য বিভিন্ন খেলার আয়োজন। এ বনভোজনের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নর্দান টেরিটোরি।
ডারউইন থেকে আয়োজকদের অন্যতম ডা. মাইনুল হাসান টিটু বলেন, চিকিৎসা সেবায় নিয়োজিত বাংলাদেশিদের জন্য ভবিষ্যতেও এমন মুক্ত ও দেশীয় অনুষ্ঠানের আরও আয়োজন করা হবে।