ফুটপাতের সিদ্ধার্থ

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

সকালের নরম আলো এসে মুখে পড়েছে,
চাদরের ফাঁক থেকে অনিচ্ছার উঁকি দিলাম; 

নীল ভাঙাচোরা টয়োটা ড্রাইভিং শেখাচ্ছে,
একজন-দুজন বেরিয়েছে প্রাতর্ভ্রমণে,
আমারই কেবল তাড়া নেই;
অলস শুয়ে আছি ফুটপাতের বিছানায়।

ঘর ছেড়েছি অনেক দিন
ভালো লাগে না তাই;
এখন আমার সাথে শুধু আমি
আর তাপ্পি মারা ঝোলা
যেখানে রসায়নের একটা এমএস;
আর কালকের অর্ধেক খাওয়া বনরুটি।

রিকশার আনাগোনা দেখছি
গাড়ির হাইড্রোলিক হর্নগুলো যেন বুনো ষাঁড়
ব্যস্ত মানুষ যায় স্কুল-অফিস-আদালতে
আমিই ভালো আছি;
দেয়ালে ঠেস দিয়ে বসে
চিন্তাহীন, ভ্রান্তিহীন।

দিনের হুড়োহুড়ির পর সন্ধ্যা নামে
চায়ের দোকানদার রুস্তম, আমাকে ওস্তাদ মানে
সযত্নে দিয়ে যায় পাউরুটি-কলা বা ভাত-তরকারি
ইটের বালিশ মাথায়,
শুয়ে পড়ি আকাশের দিকে মুখ করে
অভিযোগ নেই, আছে বিচিত্র সুখ।

রাত বাড়ে, মাথার কাছের দেবদারু হয় অশ্বত্থ বৃক্ষ
আর আমি হই এ যুগের সিদ্ধার্থ;
তোমাদের আছে চারদেয়ালের স্থূল রাজত্ব,
আর আমার আছে খোলা ফুটপাথের আঙিনা
আর ফিরে যাব না,
সিদ্ধার্থরা ফেরে না।
...

ড. রিম সাবরিনা জাহান সরকার: মিউনিখ, জার্মানি।