সিউলে ইপিএস কর্মীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়

সিউলে ইপিএস কর্মীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়ের একটি দৃশ্য
সিউলে ইপিএস কর্মীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়ের একটি দৃশ্য

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাংলাদেশি ইপিএস কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। গত শনিবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাসের হলরুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে দক্ষিণ কোরিয়ায় ইপিএস ভিসায় আগত বাংলাদেশিদের সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা হয়। এতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত ছিলেন। ইপিএস-এর ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুকিমা বেগম।

সিউলে ইপিএস কর্মীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়ের একটি দৃশ্য
সিউলে ইপিএস কর্মীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়ের একটি দৃশ্য

মতবিনিময়ে আলোচনায় উঠে আসে ইপিএস কর্মীরা বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হলে দূতাবাস থেকে সহযোগিতা পাওয়ার প্রসঙ্গ, বিমা, ই৯ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা প্রাপ্তদের দূতাবাস থেকে স্বীকৃতি প্রদান, একই কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন কর্মীদের পুরস্কৃত করা, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনায় বৈধভাবে অর্থ প্রেরণ, কর্মীদের মেয়াদ শেষে দেশে ফিরে যাওয়া, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ সহায়তা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। তারা রাষ্ট্রদূতের কাছে ইপিএস বিষয়ক বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সিউলে ইপিএস কর্মীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়ের একটি দৃশ্য
সিউলে ইপিএস কর্মীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়ের একটি দৃশ্য

রাষ্ট্রদূত আবিদা ইসলাম ইপিএস ভিসায় আসা নারী কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস এবং মেয়াদ শেষে কর্মীদের শরণার্থী ভিসা পরিবর্তন, অবৈধ হওয়ার প্রবণতা, প্রলোভনে পড়ে কোম্পানি পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে ইপিএস কর্মীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি ইপিএস কর্মীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া বাংলাদেশি কর্মীরা যাতে বাংলা ভাষায় কোরীয় ড্রাইভিং পরীক্ষা দিতে পারে সে জন্য তিনি কোরিয়া কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান।

কাউন্সেলর মাসুদ রানা চৌধুরী বলেন, দূতাবাস ইপিএস কর্মীদের সার্বিক বিষয়ে সহযোগিতা করছে। তিনি আরও জানান ঢাকা-সিউল সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে বিভিন্ন এয়ারলাইনস কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছেন।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ওমর ফারুক, ইকেবিসির উপদেষ্টা জুয়েল আহমেদ মোল্লা, ইপিএস বাংলা কমিউনিটির সভাপতি শান্ত শেখ, সম্পাদক ফজলুর রহমান ও সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

ফারুক হিমেল: সিউল, দক্ষিণ কোরিয়া।