তুরস্কে বাংলাদেশি শিল্পীর চিত্র প্রদর্শনী

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এম আল্লামা সিদ্দীকী
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এম আল্লামা সিদ্দীকী

তুরস্কের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের তরুণ দুজন শিল্পীর চিত্রকর্ম। এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী পারভেজ হাসান ও নাবিলা নবীর মোট ৫২টি চিত্রকর্ম।

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক
উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক

গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ইজমির চিত্র ও ভাস্কর্য গ্যালারিতে অনেক দর্শকের উপস্থিতিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রকর্ম দর্শকদের মুগ্ধ করেছে।

এ আয়োজনে বাংলাদেশ দূতাবাসকে সহায়তা করেছে স্থানীয় চারুকলা ও সংস্কৃতি বিভাগ। এ প্রদর্শনী চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

এম আল্লামা সিদ্দীকীর সঙ্গে বাংলাদেশি দুই শিল্পীসহ ইজমিরের চারুকলা ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তারা
এম আল্লামা সিদ্দীকীর সঙ্গে বাংলাদেশি দুই শিল্পীসহ ইজমিরের চারুকলা ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তারা

উল্লেখ্য, নৌবন্দর ও শিল্প নগরী হিসেবে ইজমিরের সুখ্যাতি রয়েছে। বিজ্ঞপ্তি