অ্যাডিলেডে মাকসুদ ও ডিজে রাহাত লাইভ

মেলায় যাইরে গান চলাকালে সবাই ড্যান্স ফ্লোরে
মেলায় যাইরে গান চলাকালে সবাই ড্যান্স ফ্লোরে

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হয়ে গেল মাকসুদ ও ঢাকা এবং ডিজে রাহাতের জমজমাট লাইভ কনসার্ট । প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে ও উৎসবমুখর পরিবেশে উপভোগ করেছেন মাকসুদের আশি ও নব্বইয়ের দশকের সেই সব জনপ্রিয় গান। দর্শকদের একটা বড় অংশ ছিলেন মধ্যবয়সী। যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। তারা বাংলাদেশে ব্যান্ড সংগীতের সেই সোনালি দিন দেখেছেন। বড় হয়েছেন মাকসুদের সেই সব তুমুল জনপ্রিয় গান শুনে।

সংগীত একটি সর্বজনীন ভাষা। বাংলা না বুঝলেও অনেক অস্ট্রেলীয় নেচে গেয়ে গান উপভোগ করেছেন
সংগীত একটি সর্বজনীন ভাষা। বাংলা না বুঝলেও অনেক অস্ট্রেলীয় নেচে গেয়ে গান উপভোগ করেছেন

গত শনিবার (৬ অক্টোবর) এই কনসার্ট আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় মাকসুদ স্টেজে আসেন। তিনি একে একে পরিবেশন করেন তাদের জনপ্রিয় সব গান—খুঁজি তোমাকে খুঁজি, ধন্যবাদ এই ভালোবাসা, গীতি কবিতা, মৌসুমি এবং মেলাই যাইরেসহ আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ২২টি গান। দর্শকরাও নেচে গেয়ে উপভোগ করেছেন কনসার্টের প্রতিটি মুহূর্ত। কেউ কেউ আবার স্কুল-কলেজের সেই আবেগময় দিনগুলোর কথা মনে করে হয়ে পড়েছিলেন নস্টালজিক।

ডিজে রাহাতের পরিবেশনা আনন্দ দিয়েছে শিশু-কিশোর আর তরুণ-তরুণীদের
ডিজে রাহাতের পরিবেশনা আনন্দ দিয়েছে শিশু-কিশোর আর তরুণ-তরুণীদের

প্রায় আড়াই ঘণ্টা দর্শকদের নাচে গানে মাতিয়ে রেখে বিদায় নেয় মাকসুদ ও ঢাকা। এরপর মঞ্চে আসেন ডিজে রাহাত তার জাদুকরী মিউজিক কম্পোজিশন নিয়ে। ডিজে রাহাত তার জাদুতে মাত করেছেন অ্যাডিলেডের বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের। তারা ডিজের তালে তালে নেচেছে মধ্যরাত অবদি।

মাকসুদের সঙ্গে সস্ত্রীক লেখক
মাকসুদের সঙ্গে সস্ত্রীক লেখক

অ্যাডিলেডে মাকসুদ ও ঢাকা এবং ডিজে রাহাত লাইভের আয়োজক ছিল বি অ্যান্ড এ মিউজিক ক্যাফে নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান। অ্যাডিলেডের বাংলাদেশিদের একটি আনন্দমুখর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ বি অ্যান্ড এ মিউজিক ক্যাফে ও অনুষ্ঠানটির আয়োজক টিমকে।

চির তরুণ মাকসুদ
চির তরুণ মাকসুদ