সিঙ্গাপুরে সাড়ম্বরে দুর্গাপূজা উদ্যাপন

পূজামণ্ডপে বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান
পূজামণ্ডপে বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা সাড়ম্বরে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদ্‌যাপন করেছেন। পূজা উপলক্ষে তারা সিঙ্গাপুরের বিভিন্ন স্থানে তিনটি পূজা মণ্ডপ স্থাপন করেন। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান সব কটি পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন।

মো. মোস্তাফিজুর রহমান একটি পূজামণ্ডপের উদ্বোধন করেন
মো. মোস্তাফিজুর রহমান একটি পূজামণ্ডপের উদ্বোধন করেন

মো. মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে সর্বজনীন শারদোৎসব আয়োজনের জন্য প্রবাসী বাঙালিদের অভিনন্দন জানান। তিনি আরও জানান, এ বছর বাংলাদেশের সর্বত্র অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ‘ধর্ম যার যার-উৎসব সবার’ উক্তি উদ্ধৃত করে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মাতৃভূমির কল্যাণে অবদান রাখার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সমবেত বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা
সমবেত বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা

চার দিনব্যাপী পূজা আয়োজনের প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিল্পী ছাড়াও বাংলাদেশ ও কলকাতার শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি