সুন্দরবন রক্ষায় প্যারিসে ২৩ অক্টোবর সেমিনার

সেমিনার ও সমাবেশের প্রচারপত্র
সেমিনার ও সমাবেশের প্রচারপত্র

সুন্দরবন রক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আগামী মঙ্গলবার ২৩ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত হবে সেমিনার ও সমাবেশ। তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির ফ্রান্স শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য এ সেমিনারে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে যুক্তরাজ্য ও জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে সুন্দরবন রক্ষার জন্য আন্দোলনকারীরা অংশ নেবেন। এ ছাড়া ইউরোপের দেশে দেশে আগামী ১০ নভেম্বর সুন্দরবনের জন্য বিশ্ব সংহতি দিবস পালন ও বিশ্বজুড়ে সুন্দরবন রক্ষাসহ বাংলাদেশ কয়লা বিরোধী পরিবেশ আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে প্যারিসে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি ইউরোপীয় শাখার সভা অনুষ্ঠিত হবে।

গত আট বছর যাবৎ সুন্দরবন রক্ষায় কয়লাভিত্তিক রামপাল প্রকল্প বাতিলের দাবিতে বাংলাদেশে ও বিশ্বজুড়ে আন্দোলন ও বিরোধিতা সত্ত্বেও সরকার রামপাল প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে। এ পরিস্থিতিতে ইউরোপ জুড়ে সুন্দরবন রক্ষার আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে প্যারিসে সেমিনার ও জাতীয় কমিটির ইউরোপীয় শাখার সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজ্ঞপ্তি