সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন

স্মরণ সভার একটি দৃশ্য
স্মরণ সভার একটি দৃশ্য

অস্ট্রেলিয়ার সিডনিতে ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ট্রাজেডি (১৫ অক্টোবর) বা ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের ১৫০ বছরের পুরোনো অ্যাসেম্বলি ভবনের ছাদ ধসে প্রাণ হারান ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি। এ ছাড়া আরও অনেক অবস্থানকারী আহত হন। সেই দিনের হৃদয় বিদারক ঘটনায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীদের লাশের স্তূপ দেখে মুহ্যমান হয়ে পড়েছিল গোটা দেশ।

এই ঘটনায় নিহতদের স্মরণে গতকাল রোববার (২১ অক্টোবর) সিডনিতে এক সভার আয়োজন করা হয়। ‘মরণসাগর পারে তোমরা অমর, তোমাদের স্মরি’—এই শিরোনামের স্মরণ সভায় সিডনিতে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীসহ আরও অনেকই উপস্থিত ছিলেন। সভায় একে একে সকলে নিহতদের স্মরণে বিভিন্ন লেখা পাঠ, স্মৃতিচারণ ও সংগীত পরিবেশন করেন। সভায় সকল নিহতদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন ও প্রার্থনা করা হয়। সভার আয়োজন করে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।