প্যারিসে বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সম্মানে সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য
সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রান্সের প্যারিস ও এর আশপাশ শহরে বসবাসরত বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের সংবর্ধনা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। গত রোববার (২১ অক্টোবর) রাজধানী প্যারিসে রাষ্ট্রদূতের সরকারি বাসভবন বাংলাদেশ ভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা সপরিবারে অংশগ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য
সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য

নারী-পুরুষ, শিশু-কিশোর ও নবীন-প্রবীণসহ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান একপর্যায়ে উপস্থিত সকলের প্রাণের মেলায় পরিণত হয়। প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে তাদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকে আবেগঘন অভিব্যক্তি ব্যক্ত করেন। পূজাভিত্তিক সংগঠনগুলোর নেতারা রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য
সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য

রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যে বলেন, ‘ধর্ম যার যার-উৎসব সবার’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাণী একদিকে যেমন পরধর্মসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে, অন্যদিকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার তাঁর দৃঢ়সংকল্প আর অঙ্গীকার ব্যক্ত করে। কাজী ইমতিয়াজ হোসেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রান্সে বসবাসরত প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংবর্ধনা অনুষ্ঠানে সবান্ধবে ও সপরিবারে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য
সংবর্ধনা অনুষ্ঠানের একটি দৃশ্য

সবশেষে অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী দিয়ে আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি

বক্তব্য দিচ্ছেন কাজী ইমতিয়াজ হোসেন
বক্তব্য দিচ্ছেন কাজী ইমতিয়াজ হোসেন