ওয়ারশ সিটি কাউন্সিলে বাংলাদেশি কাউন্সিলর

মাহবুব সিদ্দিকী
মাহবুব সিদ্দিকী

পোল্যান্ডের রাজধানী ওয়ারশের সিটি কাউন্সিলের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মাহবুব সিদ্দিকী। গত রোববার (২১ অক্টোবর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ারশ সিটি কাউন্সিলের ইতিহাসে প্রথম কোনো বিদেশি হিসেবে কাউন্সিলর নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

দেশটির ‘প্ল্যাটফর্মা ওবিভাতেলস্কা’ দলের কর্মী মাহবুব সিদ্দিকীকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেন ওয়ারশের বোহখে এলাকার জনগণ। ১৯৭৬ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ মাহবুব সিদ্দিকী। পোল্যান্ডে তার স্থায়ী বসবাস এক যুগের হলেও অধ্যবসায় ও ঐকান্তিক প্রচেষ্টায় ধাপে ধাপে উঠে এসেছেন পোলিশ মূলধারার রাজনীতিতে।

মাহবুব সিদ্দিকী রাজনীতির পাশাপাশি পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যবসাকে। ওয়ারশ স্টক এক্সচেঞ্জে শেয়ার ব্যবসা করেন তিনি। এ ছাড়া, তিনি ইউরোপে বাংলাদেশিদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) কার্যনির্বাহী পরিষদের সক্রিয় সদস্য।

উল্লেখ্য, পোলিশ মূলধারার রাজনীতিতে প্রথম ইতিহাস সৃষ্টি করেছিলেন ইউরোপের প্রথম বাংলাদেশি এমপি ডা. হিউবার্ট রঞ্জন কস্তা। জার্মান সীমান্তবর্তী ব্রসলাভ শহরের অধিবাসী, পুরোনো ঢাকার ডা. কস্তা ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত পোলিশ পার্লামেন্টের নির্বাচিত সদস্য ছিলেন।

মাঈনুল ইসলাম নাসিম: ফ্রিল্যান্স লেখক, সাংবাদিক ও সংগঠক। ইমেইল: <[email protected]>