মেলবোর্নে লাকী ও হ্যাপির স্মরণে সংগীতসন্ধ্যা

সংগীতসন্ধ্যার শুরুতেই সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়
সংগীতসন্ধ্যার শুরুতেই সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলা গানের কিংবদন্তি দুই সহোদর লাকী আখান্দ্ ও হ্যাপি আখান্দের স্মরণে বাংলা গানের এক সংগীত সন্ধ্যার আয়োজন হয় গত শনিবার (২৭ অক্টোবর)। মেলবোর্নের চ্যান্ডলার কমিউনিটি সেন্টারে স্থানীয় সময় বিকেল ৫টায় এই সংগীতের আসর বসে। ক্ষণজন্মা বাংলা গানের জগতে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা এই দুই শিল্পীর গানের মাধ্যমেই তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। না ফেরা সন্ধ্যার গান নামের এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় বাংলা গানের দল শ্রোতার আসরের শিল্পীরা। এ অনুষ্ঠান আয়োজন করে মেলবোর্নপ্রবাসী বাংলাদেশি বাংলা গানের সংগঠন শ্রোতার আসর। এ আসর গত ১৫ বছর ধরে বাংলা গানের বিভিন্ন ধারা নিয়ে তিন মাস পরপর একটি করে অনুষ্ঠান করে যাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবার অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। তিনি লাকী আখান্দের খেলা নিয়ে ‘হঠাৎ করে বাংলাদেশ’ গানের স্মৃতিচারণ করেন।