সিডনিতে বাংলা সংস্কৃতি উৎসব

লালন মঞ্চে পরিবেশনার একটি দৃশ্য
লালন মঞ্চে পরিবেশনার একটি দৃশ্য

অস্ট্রেলিয়ার সিডনিতে উদ্‌যাপিত হয়েছে বাংলা সংস্কৃতি উৎসব। সিডনির ওয়ালি পার্কের হরাইজন এম্পি থিয়েটারে গত শনিবার (১০ নভেম্বর) দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন কবিতা বিকেল। আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহমুদা রুনু।

লালন, জীবনানন্দ ও মুস্তাফা মনোয়ার এই তিনটি ভিন্ন মঞ্চে আবৃত্তি, গান, নাটক, পুঁথিপাঠ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিল্পকর্ম ও পুতুল নাচ প্রদর্শিত হয়। এর মধ্যে শীর্ষেন্দু নন্দী, রাশেদা ইয়াসমিন, শাকিল আরমান চৌধুরী, মেলবোর্নের সাংস্কৃতিক সংগঠন কথক, ক্যাম্পেলটাউন বাংলা স্কুল ও সংগীত দল ভবের হাটের পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।

শিল্পকর্ম প্রদর্শনী
শিল্পকর্ম প্রদর্শনী

উৎসবের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লেখক ফজল হাসান, নেহাল নেয়ামুল বারী ও সরকার কবিরউদ্দিন। এবার কমিউনিটিতে অবদানের জন্য ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলের নাজমুল আহসান খানকে সম্মাননা দেওয়া হয়। উৎসবে একটি নান্দনিক সাহিত্য সংকলনও প্রকাশ করেন আয়োজকেরা। রাতে জন মার্টিনের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘লিভ মি অ্যালন’ নাটক। অন্যদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখাওয়াৎ নয়ন ও রাজন নন্দী।

লিভ মি অ্যালন নাটকের একটি দৃশ্য
লিভ মি অ্যালন নাটকের একটি দৃশ্য