সিডনিতে মঞ্চায়িত হলো মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক

নাটকের একটি দৃশ্য
নাটকের একটি দৃশ্য

অস্ট্রেলিয়ার সিডনিতে মহান বিজয় দিবস উপলক্ষে আবারও মঞ্চায়িত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক লিভ মি অ্যালন। এবারের মঞ্চায়ন উৎসর্গ করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত সদ্য প্রয়াত তারামন বিবিকে। গত শনিবার (১৫ ডিসেম্বর ) ওয়ালিপার্কের হরাইজন থিয়েটারে স্থানীয় সময় রাত ৮টায় মঞ্চায়িত হয় নাটকটি। নাটকটি সিডনিতে শুদ্ধ বাংলা নাট্য চর্চায় অগ্রণী ভূমিকা রাখছে বলে জানালেন নাটকটির রচয়িতা ও নির্দেশক জন মার্টিন।

একজন মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি সিডনিতে প্রথম মঞ্চায়িত হয় ২০০২ সালে। এরপর দীর্ঘ ষোলো বছর পর আবারও সিডনিতে মঞ্চায়ন শুরু হয় নাটকটির। প্রতিটি প্রদর্শনীই দর্শক প্রশংসা পেয়েছে। গত শনিবারের প্রদর্শনী শেষে ভেজা চোখে হল থেকে বেরিয়ে আসেন অনেক দর্শক। তাঁদের একজন শাখাওয়াৎ নয়ন বলেন, ‘নাটকটি দেখতে দেখতে কখন যে মনটা হু হু করে কেঁদে উঠল টেরই পাইনি। কত আত্মত্যাগে পাওয়া আমার সোনার বাংলাদেশ। তাই নাটক শেষে সবাই দাঁড়িয়ে মঞ্চের মানুষগুলোকে অভিনন্দন জানায়।’

সিডনিতে সদ্য অভিবাসী হয়ে আসা একজন শিক্ষার্থী বললেন, ‘দেশ-পরিবার ছেড়ে এসে মনটা এমনিতেই খুব খারাপ ছিল। প্রতিবার বিজয় দিবস সবাই মিলে কত কিছুই না করতাম। এবার ভেবেছিলাম তেমন কিছুই করার সুযোগ পাব না। তবে হলভর্তি বাংলাদেশিদের দেখে বুঝতে পারলাম, আমরা বাংলাদেশিরা নিজের দেশ, সংস্কৃতি ও ইতিহাসের কথা কখনই ভুলি না। আর নাটকটি এক কথায় অসাধারণ।’

নাটকটির মঞ্চ অধিকর্তা লাভলি মোস্তাফা বলেন, ওয়ালিপার্কের হরাইজন থিয়েটারে নিয়মিত প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ১৯ ও ২০ জানুয়ারি স্থানীয় সময় রাত ৮টায় আবার মঞ্চায়ন হবে লিভ মি অ্যালন।