ক্ষুধার্ত শিশুদের পাশে ব্যাপ

অংশগ্রহণকারী বাংলাদেশিদের একাংশ (ছবিতে ওপরে) ও খাবার প্যাকেটজাত করছেন বাংলাদেশিরা (ছবিতে নিচে)
অংশগ্রহণকারী বাংলাদেশিদের একাংশ (ছবিতে ওপরে) ও খাবার প্যাকেটজাত করছেন বাংলাদেশিরা (ছবিতে নিচে)

যুক্তরাষ্ট্রের জ্যামাইকার ক্ষুধার্ত শিশুদের জন্য খাবারসামগ্রী প্যাকেটজাত করেছেন দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অ্যারিজোনার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিনিক্সের (ব্যাপ) উদ্যোগে এফএমএসসি নামের একটি সংগঠনের হয়ে গতকাল সোমবার ২১ জানুয়ারি তারা এই স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন। আমার একটি স্বপ্নের জনক ড. মার্টিন লুথার কিং ডেতে এমন একটি সংগঠনের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে বাঙালি-আমেরিকানরা সত্যিই গর্বিত। ছোটবড় সকলে এমন মানবহিতৈষী কাজ করে কমিউনিটি ও আমেরিকার সমাজে নতুন মাইল ফলক রচনা করেছেন।

খাবার প্যাকেটজাত করছেন বাংলাদেশিরা (ছবিতে ওপরে) ও এফএমএসসির একজন স্বেচ্ছাসেবীর সঙ্গে একজন বাংলাদেশি
খাবার প্যাকেটজাত করছেন বাংলাদেশিরা (ছবিতে ওপরে) ও এফএমএসসির একজন স্বেচ্ছাসেবীর সঙ্গে একজন বাংলাদেশি

এমন একটি চ্যারিটি কাজে প্রায় ১০০ জনের ওপরে বাঙালি-আমেরিকান অংশগ্রহণ করেন। এদিন মোট ৫৪ হাজার ২১৬ প্যাকেট খাবার প্যাকেটজাত করা হয়েছে। এই প্যাকেট খাবার দিয়ে ১৪৮ জন শিশুকে এক বৎসর খাওয়ানো যাবে।

অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানরা
অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানরা

এমন একটি সুন্দর সংগঠিত কাজের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ প্রজন্মের সদাভাষী বাসার, নুর জামিল, তানমি, শিরিন ও মোকাররম প্রমুখ, তাদের অবদানের কথা কমিউনিটি কোনো দিন ভুলবে না। ব্যাপের ব্যানারে এমন আরও জনহিতকর কাজের অপেক্ষায় রইলাম।

অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানরা
অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানরা