বুনট খোলার আখ্যান

প্রদর্শনীর ছবি
প্রদর্শনীর ছবি

কল্পনা করুন এমন কিছু, যার বুনট উন্মোচন করা যেতে পারে। কী পাবেন সেখানে আপনি। গোপন স্মৃতির পশ্চাৎ টানের ওপর আচ্ছাদিত অভিজ্ঞতার ঢেউ? নাকি অস্তিত্বের সেই আরাধ্য প্রশ্নটির উত্তরে কিছু বিলাপ? হয়তো আত্মপরিচয়ের সংশয়পূর্ণ জটিলতা সমাধানের দাবার বোর্ডে বেশ কিছু বিভ্রম চাল। হয়তো অন্য কিছু। যা চিরকালই রহস্যাবৃত থাকে মনের গোলকধাঁধায়।

প্রদর্শনীর ছবি
প্রদর্শনীর ছবি

শিল্পী আসমা সুলতানার সাম্প্রতিক একক চিত্র প্রদর্শনীটি সেই প্রশ্নগুলো অনুসন্ধানেরই এক অনুশীলন। সূচিকর্মের ঐতিহ্যবাহী সেই ধারাটির গল্প বলার ক্ষমতাকে তিনি বিনির্মাণ করেছেন নিজের আত্মজৈবনিক কথোপকথনের একটি মাধ্যম হিসেবে। যেখানে সুতাকে প্রতিস্থাপিত করেছে শিল্পীর চুল, আর বিষয়বস্তু হিসেবে আবির্ভূত হয়েছে তার যাপিত জীবনের খণ্ডিত অংশ আর নিজের অভিজ্ঞতার প্রতীকী অভিব্যক্তি।

প্রদর্শনীর ছবি
প্রদর্শনীর ছবি

টরন্টোর শিল্পকলা জগতের খুব পরিচিত ঠিকানা ৪০১ রিচমন্ড স্ট্রিট ওয়েস্টের এ স্পেস গ্যালারিতে আগামীকাল ২৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তার ‘আনউইভিং মাইসেলফ’ প্রদর্শনীটি। টরন্টো প্রবাসীকে সবাইকে এই প্রদর্শনী দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

বিস্তারিত

আনউইভিং মাইসেলফ, আসমা সুলতানা, (asmasultana.co/), এ স্পেস গ্যালারি, জানুয়ারি ২৫ থেকে মার্চ ৯, ২০১৯।

উদ্বোধন: জানুয়ারি ২৫, সন্ধ্যা ৬টা।

ঠিকানা: ৪০১ রিচমন্ড স্ট্রিট ওয়েস্ট, সুইট: ১১০, টরন্টো, কানাডা। <aspacegallery.org/?m=page&id=26>

গ্যালারি সময়সূচি: মঙ্গলবার থেকে শুক্রবার: সকাল ১১ থেকে বিকেল ৫, শনিবার: দুপুর ১২ থেকে বিকেল ৫।