প্রিয় জন্মভূমি

ছবি প্রথম আলো
ছবি প্রথম আলো

শৈশব কৈশোর করেছি পার মাগো তোমার কোলে, 

কষ্টে আমার বুক ফেটে যায় থাকতে তোমায় ভুলে।

তোমার বুকে আছড়ে পড়ে পদ্মা মেঘনা যমুনা,
আমার চোখে হাজারো পদ্মা সেটা কী তোমার জানা?

ওগো জন্মভূমি ওগো জন্মভূমি করবে কী আমায় ক্ষমা?
দিয়েছ অনেক নিয়েছি অনেক কিছুই দিইনি জমা।

লেখক
লেখক

তোমার উঠোনে কোকিল ডাকে জোছনা করে খেলা,
কবে যাব তোমাতে ফিরে যায় যে আমার বেলা!

জীবিকার কাছে জিম্মি আমি বেদনায় বুকটা সিক্ত,
হৃদয় ভরা তোমার স্মৃতি তবুও যে আমি রিক্ত।

তোমার প্রহরায় আছে শত বীর ভয় কভু না করো,
আমি নেই আছে অক্ষমতা মার্জনা আমায় করো।

...

শাহেদ ইমাম নয়ন: পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।
ইমেইল: <[email protected]>, ব্লগ: <snoyon.xyz>


লেখক