কলকাতায় পুরস্কৃত হলেন প্রবাসী লেখিকা দীপিকা

দীপিকা ঘোষকে সম্মাননাপত্র দিচ্ছেন চন্দ্র শেখর বসু
দীপিকা ঘোষকে সম্মাননাপত্র দিচ্ছেন চন্দ্র শেখর বসু

যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখিকা দীপিকা ঘোষ ভারতের কলকাতায় পুরস্কৃত হয়েছেন। ২০১৮ সালে প্রকাশিত তার ‘অন্ধ কারার অন্তরালে’ উপন্যাসের জন্য দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বোধিসত্ত্ব পুরস্কারে ভূষিত করা হয়েছে তাঁকে।

গত শুক্রবার (২৫ জানুয়ারি) কলকাতার রাজা রামমোহন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননাপত্র তাঁকে প্রদান করা হয়। তার হাতে ক্রেস্ট তুলে দেন কলকাতা সাহিত্য একাডেমির ড. পৃথ্বীরাজ সেন। সম্মাননাপত্র তুলে দেন শরৎ বসুর নাতি চন্দ্র শেখর বসু।

বক্তব্য দিচ্ছেন দীপিকা ঘোষ
বক্তব্য দিচ্ছেন দীপিকা ঘোষ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোধিসত্ত্বের কর্ণধার সঞ্জয় মুখোপাধ্যায়, সাংবাদিক ও লেখক বরেন ঘোষ ও রাজ্যের মন্ত্রী নির্মল মাঝিসহ বিশিষ্ট জনেরা। বিজ্ঞপ্তি