জার্মানিতে বিনম্র শ্রদ্ধায় অমর একুশ পালন

অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন
অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মাধ্যমে অমর একুশের কর্মসূচির সূচনা হয়। এরপর দূতাবাসে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও প্রবাসীরা। পরে আয়োজন করা হয় এক আলোচনা সভা।

দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় আওয়ামী লীগের জার্মান শাখার সহসভাপতি সাইফুল ইসলাম ও মিজানুল হক খান, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ এবং জার্মানি সফররত বারাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী প্রমুখ অংশ নেন।

জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মাধ্যমে অমর একুশের কর্মসূচির সূচনা হয়
জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মাধ্যমে অমর একুশের কর্মসূচির সূচনা হয়

বক্তারা জার্মানিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া মায়ের ভাষার মান রক্ষার কথা বলেন। তাঁরা দল-মত ভুলে দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।

সভায় চকবাজারের ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ করেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ও অন্য কর্মকর্তারা।

দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা
দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা