অ্যাডিলেডে বাংলাদেশি ব্যান্ড রঙের সংগীতসন্ধ্যা ৯ মার্চ

বাংলাদেশি ব্যান্ড রঙের সংগীতসন্ধ্যা ৯ মার্চ
বাংলাদেশি ব্যান্ড রঙের সংগীতসন্ধ্যা ৯ মার্চ

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে স্থানীয় বাংলাদেশি ব্যান্ড রংয়ের একক সংগীতানুষ্ঠান ‘কাপ্পা উইথ রং’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ মার্চ শনিবার। অ্যাডিলেডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া রক ব্যান্ড রং অ্যাডিলেডের অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড। বাংলা ভাষাভাষীদের অনুষ্ঠানে তো বটেই, অস্ট্রেলিয়ার মূলধারার বিভিন্ন অনুষ্ঠানেও রংয়ের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে কয়েক বছর ধরে। এরই ধারাবাহিকতায় এ বছর রঙের প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অ্যাডিলেডের ব্রম্পটনের চেকোশ্লোভাক ক্লাবে।

বিজয় দিবসের অনুষ্ঠানে রঙের পরিবেশনা
বিজয় দিবসের অনুষ্ঠানে রঙের পরিবেশনা

আয়োজকেরা জানান, রং ব্যান্ড প্রতিবছর নিজস্ব অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রবাসে বাংলা গানকে ধরে রাখা ও প্রবাসী বাংলাদেশিদের বাংলা গানের তৃষ্ণা কিছুটা হলেও মেটানোর প্রচেষ্টা থেকে রঙের এই নিয়মিত উদ্যোগে। বিগত বছরগুলোতে রঙের সংগীতানুষ্ঠান বিশেষ জনপ্রিয়তা লাভ করায় এ বছর তারা অনুষ্ঠানে আরও ব্যাপকতা ও বৈচিত্র্য নিয়ে আসছে। প্রধানত চারটি ভাগে এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে। প্রথম পর্বে থাকবে প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু। এরপর যথাক্রমে পরিবেশিত হবে ওয়েস্টার্ন কাভার, রং অরিজিনাল ও বাংলা ব্যান্ড মিক্স। বরাবরের মতো এ বছরের অনুষ্ঠানও অ্যাডিলেডবাসীর মন জয় করতে সক্ষম হবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করে সবাইকে সপরিবারে অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

রং ব্যান্ডের লাইনআপ
রং ব্যান্ডের লাইনআপ