একটি দেশলাইয়ের কাঠির জন্য

রাত হয়েছে বিশ্রামের
ডেঙ্গু থেকে বাঁচার জন্য
ঘরের সব দরজা–জানালা বন্ধ করে
সহধর্মিণী, দুই সন্তানসহ
ঘুমোতে গেলেন শিল্পী।
একসময় গভীর নিদ্রায় বিভোর সকলে।
রাত গভীর থেকে গভীরতর হতে লাগল
গ্যাসলাইনের লিকেজ থেকে
নির্গত গ্যাসে কক্ষটি তখন পরিপূর্ণ।
ঘুমাতে যাওয়ার সময় থেকে ভোর অবধি
শয়নকক্ষের পরিবেশ তখন সম্পূর্ণ ভিন্ন
ধূমপানের নেশায়—
শিল্পী জাগ্রত হলেন
দুই সন্তানসহ সহধর্মিণী
তখনো গভীর নিদ্রায় নিমগ্ন।

মনিরুজ্জামান লিটন
মনিরুজ্জামান লিটন


শিল্পীর ঠোঁটে সিগারেট
দেশলাইয়ের বাক্সে
মাত্র একটি কাঠির ঘর্ষণ
ধপ, সমস্ত কক্ষটি তখন
আগুনের লেলিহান শিখায় পূর্ণ
কক্ষটি তখন যেন আগ্নেয়গিরির একটি অংশ
শিল্পী অপ্রস্তুত, দিশেহারা
তার চিৎকারে অন্যরা তখন
জাগ্রত, কিংকর্তব্যবিমূঢ়
ততক্ষণে আগুনে ঝলসে গেছে সকলের শরীর
অন্যদের বাঁচাতে—
সবচেয়ে ক্ষতি হলো শিল্পীর।
৫ আগস্ট ভোররাতে
একটি প্রজ্বলিত দেশলাইয়ের কাঠির জন্য
১২ আগস্ট পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে
চিরবিদায় নিলেন
বিশিষ্ট জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন।

এম এ জলিল: সিডনি, অস্ট্রেলিয়া।