এবারের বিজয় দিবসের আনন্দ

লেখক
লেখক

জীবন জীবিকার প্রয়োজনে ১৯৯২ থেকে প্রবাসে আমার অভিবাসী হিসেবে জীবন শুরু। এবার বিজয়ের ৪৪তম বছর এসেছে আমার মুক্তিযোদ্ধা জীবনে অনন্য এক দিন হিসেবে। যুদ্ধাপরাধের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের এক অভূতপূর্ব বিজয় সূচিত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করা খুবই সংগত। ‘তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করে, আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর। কিন্তু আল্লাহ বৈরীভাব ও আগ্রাসকদের পছন্দ করেন না’ (কোরআন,২: ১৯০) ...‘Fight in the way of God against those who fight against you, but begin not hostilities. Lo! God loveth not aggressors.’(Qur’an,2: 190).একাত্তরে এই উপলব্ধি থেকেই দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর রক্তের বিনিময়ে এ ডিসেম্বর মাসে আমরা ছিনিয়ে এনেছিলাম বিজয়ের লাল সূর্য। পরিসমাপ্তি ঘটেছিল দীর্ঘ দুই যুগের শোষণ আর বঞ্চনার। পাকিস্তান সেনাবাহিনী এ দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর আত্মসমর্পণ করেছিল মুক্তিকামী মানুষের কাছে। আর এর মধ্য দিয়েই নির্যাতন আর নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয়ছিল জাতি।সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় আজও থেমে নেই। যাদের জীবন ও উৎসর্গে আমরা পেয়েছি বাংলাদেশ। আমরা শ্রদ্ধা আর ভালোবাসায় আজও স্মরণ করি মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। আমরা প্রত্যয় ব্যক্ত করি সমৃদ্ধ আগামীর নতুন এক বাংলাদেশ গড়ার। দেশে বিদেশ যে যেখানে আছি, দেশাত্মবোধের আবেগ থেকে সত্য, ন্যায় আর সুন্দরের পথে গৌরবময় উদ্বেগ আর উৎকণ্ঠাহীন এক সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বহু প্রাণ আর রক্তের বিনিময়ে এ দিনে দামাল বাঙালি ছিনিয়ে এনেছে বিজয়ের লাল সূর্য। ২০১৫-তে ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে এবারকার বিজয় দিবস। এর মাধ্যমে সৃষ্টি হয়েছে কলঙ্কমোচনের আরেক নতুন অধ্যায়। সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন আর দিবা স্বপ্ন নয় মোটেই। সেই চেতনায় রয়েছে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন ও রায় কার্যকরের পাশাপাশি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা। উগ্রপন্থা ও ধর্মীয় উন্মাদনাকে পাশ কাটিয়ে একটি উদার গণতান্ত্রিক ও সাম্প্রদায়িকতামুক্ত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। পরম শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করতে চাই দেশি ও প্রবাসী সকল মুক্তিযোদ্ধাদের। জাতির চলার পথ হোক কণ্টকমুক্ত ও সমুন্নত হোক মুক্তিযুদ্ধের চেতনা।

*লেখক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কমান্ডের নির্বাহী এবং বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা ও বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অব আলবার্টার সভাপতি।