কুয়েতে মাতৃভাষা দিবস পালিত

একুশ মোদের অহংকার, একুশ মোদের চেতনা, আমরাই শ্রেষ্ঠ জাতি। বিশ্বের কোথাও আমাদের মতো ইতিহাস নেই ভাষার জন্য প্রাণ দিয়েছেন। শহীদ হয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বারের মতো বীরেরা, শ্রেষ্ঠ করেছে বাঙালি জাতিকে বিশ্বের মানচিত্রে। সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বের সব দেশের মতো কুয়েতপ্রবাসীরা যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন। 

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রোববার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে দূতাবাস হলে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত, মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর¿পাঠানো বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় প্রবাসীরা তাঁদের বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও বায়ান্নর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। কবিতা আবৃত্তি করেন আবদুল হাই, রফিকুল ইসলাম ভুলু ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ এহছানুল হক খোকন।