সোহাগী হত্যার প্রতিবাদে শান্তিনিকেতনে মৌন সমাবেশ

শান্তিনিকেতনে মৌন সমাবেশ
শান্তিনিকেতনে মৌন সমাবেশ

আমরা বিদেশে আছি, দেশে মা-বোনের নিরাপত্তা চাই। আমরা আতঙ্কিত! তনুরা আমাদের মা, তনুরা আমাদের বোন। সোহাগী জাহান তনু হত্যার বিচার চাই। এমনি সব আকুতি নিয়ে প্ল্যাকার্ড হাতে জড় হয়েছিলেন দেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শান্তিনিকেতনের বাংলাদেশি শিক্ষার্থীরা।

২৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্বভারতীর আন্তর্জাতিক ছাত্রাবাস প্রাঙ্গণে তনু হত্যার বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশি শিক্ষার্থীরা অভিনব প্রতিবাদ জানান। সেখানে তনুসহ সকল ধর্ষণ মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।

শান্তিনিকেতনে মৌন সমাবেশ
শান্তিনিকেতনে মৌন সমাবেশ

কালো কাপড়ে বাঁধা মুখ। কোনো স্লোগান নেই, নেই কোনো সহিংসতা বা বক্তৃতার ফুলঝুড়ি তবে হাতে আছে প্ল্যাকার্ড—বোন তোদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এ যেন বোনের প্রতি ভাইয়ের ভালোবাসার এক অনন্য উপাখ্যান।
এ সময় সকল ধর্ষণ-হত্যার প্রতিবাদ জানিয়ে তনুর ধর্ষণকারী ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিশ্বভারতী পড়ুয়া বাংলাদেশি সচেতন ছাত্রসমাজ। সেই সঙ্গে রাস্তা-ঘাটে নারীদের নিরাপত্তা বৃদ্ধি, সাদা পোশাকে নারী পুলিশ মোতায়েনসহ লোকাল বাসে সংরক্ষিত নারী আসন বৃদ্ধির দাবি জানানো হয়।

*নাবিল জাহাঙ্গীর: শিক্ষার্থী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ইমেইল: [email protected]